পুরান ঢাকায় গুলিতে নিহত কে এই মামুন?
রাজধানীর পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের গেটের সামনে আজ (১০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা তারিক সাইফ মামুন (৫৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
পুলিশের তথ্যমতে, মামুন একজন 'শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইমন-মামুন গ্রুপের নেতা ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, 'আজ একটি মামলার শুনানিতে তার হাজির হওয়ার কথা ছিল।'
পুলিশের তথ্য অনুযায়ী, 'ঢাকা আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী দল ইমন-মামুন ঢালিউডের নায়ক সোহেল চৌধুরী হত্যা এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই টিপু আহমেদ হত্যার সঙ্গে জড়িত। এই দলের ইমন বর্তমানে পলাতক। মামুন আজ মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন।'
আরেকটি পুলিশ সূত্র সোহেল চৌধুরী হত্যা মামলায় মামুনকে আসামি করার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে মামুনের চাচাতো ভাই হাফিজ বলেন, 'আমার চাচাতো ভাই একজন সাধারণ মানুষ ছিলেন। কে বা কেন তাকে হত্যা করেছে তা আমার জানা নেই। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না।'
