পুরান ঢাকায় ন্যাশনাল হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা; পুলিশ বলছে নিহত 'শীর্ষ সন্ত্রাসী'
পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন ন্যাশনাল মেডিক্যাল ইন্সটিটিউট হাসপাতালের গেটের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে খুব কাছ থেকে গুলি করা হয়।
নিহতের নাম তারিক সাইফ মামুন (৫৫)। তার বাড়ি লক্ষ্মীপুর সদরে। আঙুলের ছাপ বিশ্লেষণ করে মামুনের পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, 'গুলিতে নিহত ব্যক্তিটি শীর্ষ সন্ত্রাসী মামুন। তিনি কোনো ব্যবসায়ী নন। তিনি ইমন-মামুন গ্রুপের মামুন।'
পুলিশের তথ্য অনুযায়ী, নায়ক সোহেল চৌধুরী হত্যা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলায় ঢাকার আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী গ্রুপ ইমন-মামুন জড়িত। এই গ্রুপের ইমন বর্তমানে পলাতক। মামুন আজ মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন।
আরেকটি পুলিশ সূত্র জানিয়েছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।
নিহতের পূর্বপরিচিত ফাইজুল হক অপু বলেন, সকালে মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন।
ফাইজুল হক অপু জানান, নিহত তারিক সাইফ মামুন একজন ব্যবসায়ী। এর আগে গাজীপুরে তাদের পরিচয় হয়েছিল।
আজ সকাল সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ মামুনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
কোতোয়ালি থানাধীন ডিউটিরত পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) ইয়াসিন টিবিএসকে বলেন, 'গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনালের সামনে এসে দেখি অজ্ঞাত একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।'
আপন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'দুইজন লোক ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালের প্রবেশমুখে এসে ওই অজ্ঞাতনামে ব্যক্তিকে পেছন থেকে গুলি করে। বেশ কয়েকটি গুলি করার পর ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তারা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।'
