পুরান ঢাকায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী নেতাকে হত্যা
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে দিনেদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে আব্দুর রহমান (৫৫) নামের এক ব্যবসায়ীকে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে হাসপাতালের সামনে দুর্বৃত্তরা আব্দুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রহমান শ্যামবাজার এলাকাতেই বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে বাজার সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফজলুল হক।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বেলা ১২টার দিকে ব্যবসায়ী আব্দুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। আমরা শুনতে পাচ্ছি, নয়ন নামের এক যুবক তাকে গুলি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
পুলিশ কর্মকর্তা আরও জানান, পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
