কাকরাইলে গির্জা লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ, আরেকটি উদ্ধার
রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গির্জার প্রধান ফটকে একটি হাতবোমা বিস্ফোরিত হয়। এ সময় গির্জার ভেতর থেকে আরেকটি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৮ নভেম্বর) গির্জাটিতে একটি বিশেষ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর ঠিক আগের রাতেই এই হামলার ঘটনা ঘটল।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মাজহারুল ইসলাম জানান, কে বা কারা গির্জাটিকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত ছিল।
এর আগে গত অক্টোবর মাসে রাজধানীর তেজগাঁওয়ের হলি রোজারি চার্চেও একই ধরনের বোমা হামলার ঘটনা ঘটেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই হামলায় জড়িতদের এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি।
