৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি

ইংল্যান্ডের একটি গ্রামের বাসিন্দারা এক প্যারিশ গির্জার ঘড়ির ৫০০ বছর পূর্তি উদ্যাপন করছেন। খবর বিবিসির।
অক্সফোর্ডশায়ারের গ্রামীণ এলাকা ওয়ান্টেজের কাছে পূর্ব হেন্ড্রেডে অবস্থিত এই ঘড়িটি ব্রিটেনের অন্যতম প্রাচীন ঘড়ি বলে মনে করা হয়।
ঘড়িটির কোনও ডায়াল বা কাঁটা নেই। গির্জার টাওয়ারে অবস্থিত ঘড়িটি প্রতি পনেরো মিনিটে একবার ঘণ্টার মাধ্যমে সময়ের জানান দেয়।
ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির সময় সেন্ট অগাস্টিন গির্জায় এটি স্থাপন করা হয় বলে জানান গির্জার ঘণ্টার দায়িত্বে থাকা টাওয়ার ক্যাপ্টেন নাইজেল ফিন্ডলে।
তিনি বলেন, 'সে সময় না−যেন কতো উৎসাহ ও উদ্দীপনার মধ্যে এটি স্থাপন করা হয়েছিল। কল্পনাও করা যায় না।'
প্রতি পনেরো মিনিটে ঘণ্টা বাজানোর পাশাপাশি অনেকটা বিশাল একটি মিউজিক বক্সের মতো একটি ক্যারিলন দিনে চারবার একটি সুর বাজায়। তারা এ সুরের নাম দিয়েছেন 'অ্যাঞ্জেল'স সং'। এটি সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রতি তিন ঘণ্টা অন্তর বাজে।
২০১৫ সালে ছয়টি ঘণ্টা বাজানোর জন্য ব্যবহৃত একটি হাতুড়ি খুলে যন্ত্রাংশের ভেতর পড়ে যায় ও ঘড়ি চলার পুরো ব্যবস্থা আটকে যায়, যার ফলে এটি বন্ধ হয়ে যায়।

গির্জা কাউন্সিলের সেক্রেটারি অ্যান প্যাপনহাইম বলেন, "এটা যেন এক বন্ধুকে হারানোর মতো ছিল। এটা এই গ্রামের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ।"
তিনি আরও বলেন, "বাগানে কাজ করার সময় এই ঘণ্টাধ্বনির মাধ্যমে আমি সময় সম্পর্কে ধারণা পেতাম। আর এটা বন্ধ থাকায় আমি সত্যিই একে মিস করতাম। এখন এটা আবার চালু হয়েছে এবং দারুণ লাগছে।"
ঘড়িটি মূলত কয়েক মাইল দূরে ওয়ান্টেজে নির্মিত হয়েছিল এবং পরে এর ব্যাপক সংস্কার করা হয়।
সংস্কারের অংশ হিসেবে এতে একটি যান্ত্রিক রূপে ঘড়ি বাঁধার (ওয়াইন্ডিং) ব্যবস্থা যোগ করা হয়, ফলে আর কাউকে প্রতিদিন সরু ও পাকানো সিঁড়ি বেয়ে উঠে ঘড়ির কক্ষে গিয়ে হাতের কাজ করতে হয় না।
এই সপ্তাহে ঘড়ির জন্মদিন উপলক্ষ্যে মানুষজন গির্জার টাওয়ারে উঠে ঘড়ির যন্ত্রাংশ দেখার সুযোগ পান।
পরিদর্শকদের গাইড হিসেবে দায়িত্ব পালন করেন সাইমন গিলক্রিস্ট। তিনি ঘড়িটির সংস্কারকাজের নেতৃত্ব দেন।
তিনি বলেন, এই প্রকল্পে সময় দেওয়াটা ছিল তার জন্য 'একটি সত্যিকারের আবেগের বিষয়'।
তিনি বলেন, "আমরা ঘড়ি মেরামতকারীরা প্রায়ই এমন পুরনো এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কিছুর ওপর কাজ করার সুযোগ পাই না।"

আগে ঘড়িটি ঠিক সময়ে সেট করার জন্য গির্জার টাওয়ারের বাইরে থাকা একটি সানডায়াল (সূর্যঘড়ি) ব্যবহার করা হতো। এখন টিউডর যুগের যন্ত্রাংশের পাশে দেয়ালে লাগানো একটি আধুনিক ডিজিটাল ঘড়ি ব্যবহার করে সেটি সেট করা হয়।
গিলক্রিস্ট বলেন, " ৫০০ বছর আগে যখন এটি তৈরি হয়েছিল তখনকার সময় কাজ এতোটা নির্ভুল ছিল না।"
ঘড়ির যন্ত্রাংশের কিছু অংশ, যেমন পেন্ডুলাম, গ্রীষ্মের তাপে প্রসারিত হয় এবং শীতের ঠান্ডায় সঙ্কুচিত হয়, যা সময় গণনায় প্রভাব ফেলতো।
এই যন্ত্রটি এমন এক সময়ের জন্য তৈরি, যখন মানুষের দিন শুরু হতো সূর্যোদয়ের সঙ্গে এবং শেষ হতো সূর্যাস্তের কিছুক্ষণের মধ্যেই।
তিনি বলেন, "সেই প্রেক্ষাপটে, এটি যথেষ্ট নির্ভুল সময়েরই জানান দিত।"