ফতুল্লায় ছাত্রদল নেতার বাবার ‘নেতৃত্বে’ হামলা, ৩ সাংবাদিক আহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার বাবার 'নেতৃত্বে' দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন তিন সংবাদকর্মী। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) বিকালে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জাগো নিউজ-এর প্রতিবেদক আকাশ, স্টার নিউজ-এর ক্যামেরাপার্সন মামুন আব্দুল্লাহ এবং স্থানীয় নিউজ নারায়ণগঞ্জ-এর প্রতিবেদক আয়াজ রেজা। আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক শাহাদাত হোসেন (৬০) মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা।
জানা যায়, হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে এবং তিনজনকে আটকে বেধড়ক মারধর করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, 'শাহাদাতকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
