প্রকল্পনির্ভর কার্যক্রমে মূল দায়িত্ব থেকে বিচ্যুত হচ্ছে পরিসংখ্যান ব্যুরো: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তার মূল দায়িত্ব—নিয়মিত ও নিরপেক্ষ জাতীয় পরিসংখ্যান প্রণয়ন—থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে প্রকল্পনির্ভর কার্যক্রমের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে। সদ্য প্রকাশিত এক টাস্কফোর্স প্রতিবেদনে এমনই কঠোর মূল্যায়ন উঠে এসেছে।
আজ সোমবার (২০ অক্টোবর) জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, বিবিএসের মধ্যে গড়ে ওঠা এই "প্রকল্প সংস্কৃতি" প্রতিষ্ঠানটির মৌলিক দায়িত্ব থেকে দৃষ্টি সরিয়ে দিয়েছে, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ দুর্বল করেছে, তথ্যের মান ক্ষুণ্ন করেছে এবং একটি ঢাকাকেন্দ্রিক আমলাতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (এসআইডি) ২০২৫ সালের ২৮ এপ্রিল গঠিত টাস্কফোর্সটিতে আটজন স্বতন্ত্র বিশেষজ্ঞ রয়েছেন। তাদের দায়িত্ব ছিল বিবিএসের তথ্যের মান, স্বচ্ছতা, জরিপ পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা দেওয়া।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সংবেদনশীলতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং বৈদেশিক অর্থায়নের প্রকল্পের ওপর অতিনির্ভরতা বিবিএসের তথ্য প্রকাশে বিলম্ব ও বিকৃতি সৃষ্টি করছে। দীর্ঘদিন ধরে বিবিএস দাতা-চালিত প্রকল্পনির্ভর কাঠামোর মধ্যে বন্দি থেকে প্রাতিষ্ঠানিক স্মৃতি হারিয়েছে, অভ্যন্তরীণ অসুস্থ প্রতিযোগিতা বাড়িয়েছে এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে পর্যাপ্ত সম্পদ থেকে বঞ্চিত করেছে।
প্রকল্প সংস্কৃতির এই শিকড় খুঁজে বের করতে গিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৬-০৭ অর্থবছরের দিকে অর্থায়ন অনিশ্চয়তার কারণে বিবিএস দাতা-নির্ভর হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি পূর্ণাঙ্গ প্রকল্পনির্ভর সংস্কৃতিতে রূপ নেয়, যেখানে "ডেটা সাইলো" তৈরি হয়, বাইরের সংস্থার নির্ধারিত পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়, আর বাজেট ব্যবস্থাপনায় অদক্ষতা ও অপচয় উৎসাহিত হয়।
টাস্কফোর্সের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "বিবিএসকে একটি আধুনিক, পেশাদার ও স্বাধীন জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে প্রকল্পনির্ভরতা থেকে বেরিয়ে এসে স্থায়ী কাঠামো এবং নীতি-সংস্কার ভিত্তিক রূপান্তর ঘটাতে হবে।"
প্রতিবেদনটি আরও সতর্ক করেছে যে, বিবিএস এখনো রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকিতে রয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক চাপ প্রায়ই নির্ধারণ করে দেয় কোন তথ্য প্রকাশ পাবে, আর কোনটি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে আটকে রাখা হবে — ফলে সরকারি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও সময়ানুবর্তিতা দুটোই ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়, "একটি বিশ্বাসযোগ্য জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) আধুনিক রাষ্ট্র পরিচালনার মেরুদণ্ড। জনগণের আস্থা তখনই পুনরুদ্ধার হবে, যখন তথ্য পেশাদারিত্ব, স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রকাশিত হবে।"
চূড়ান্ত সুপারিশে টাস্কফোর্স একটি টাস্ক টিম গঠনের প্রস্তাব করেছে, যা পরিকল্পনা উপদেষ্টার নেতৃত্বে গঠন করে এসব সংস্কারের বাস্তবায়ন তদারকি করবে।
"আমরা আশা করি, এই বিশ্লেষণ ও সুপারিশসমূহ বিবিএসকে একটি সত্যিকারের শক্তিশালী ও স্বাধীন পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হতে সহায়তা করবে—যে প্রতিষ্ঠান রাষ্ট্র ও নাগরিক উভয়ের সেবক হয়ে উঠবে," বলেন ড. হোসেন জিল্লুর রহমান।
