Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
November 03, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, NOVEMBER 03, 2025
ঢাকার তাপমাত্রা বাড়ছে: সবুজ হারিয়ে চার দশকে বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2025, 09:40 am
Last modified: 17 September, 2025, 09:44 am

Related News

  • গণঅভ্যুত্থানের পর প্রথম বছরেই এফডিআইয়ে রেকর্ড ১৯.১৩% প্রবৃদ্ধি
  • এ বছর ঢাকায় ঝটিকা মিছিল থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার
  • ‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’ লিখে পোস্ট, কয়েক ঘণ্টা পর মৃত্যু; ঈশ্বরকাঠির মানুষ শোক সইবে কীভাবে?  
  • দেশে ৩১৪টি উপজেলাকে ‘সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা’ চিহ্নিত
  • দেশের মোট জিডিপির ৪৬% ঢাকাকেন্দ্রিক, ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: ডিসিসিআই

ঢাকার তাপমাত্রা বাড়ছে: সবুজ হারিয়ে চার দশকে বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস

১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে নগরায়ণের ফলে রাজধানী তার ৪৭ শতাংশ ঘন সবুজ হারিয়েছে। এর প্রভাবে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা জাতীয় গড়ের চেয়েও দ্রুত বেড়েছে।
টিবিএস রিপোর্ট
17 September, 2025, 09:40 am
Last modified: 17 September, 2025, 09:44 am
ঢাকায় তীব্র গরমে এক নির্মাণশ্রমিক মাথায় হাত দিয়ে বসে আছেন। পাশে আরও কয়েকজন শ্রমিক বিশ্রাম নিচ্ছেন। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

রাজধানী ঢাকায় গত চার দশকে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে 'হিট ইনডেক্স'-এর হিসাবে 'ফিলস লাইক' বা অনুভূত তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বব্যাংকের পৃষ্ঠপোষকতায় করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকায় তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হলো সবুজ স্থান কমে যাওয়া এবং তাপ আটকে রাখা কংক্রিটের দ্রুত বিস্তার। এসব কারণে শহরের পৃষ্ঠ আরও বেশি গরম হয়ে উঠছে।

১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে নগরায়ণের ফলে রাজধানী তার ৪৭ শতাংশ ঘন সবুজ হারিয়েছে। এর প্রভাবে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা জাতীয় গড়ের চেয়েও দ্রুত বেড়েছে। একই সময়ে দেশজুড়ে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ইনফোগ্রাফ: টিবিএস

২০২৩ সালে বাংলাদেশের মানুষ ১৯৮০ সালের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেশি 'হিট স্ট্রেস' বা তাপজনিত অস্বস্তির মুখোমুখি হয়েছেন। 'অ্যান আনসাসটেইনেবল লাইফ: দ্য ইমপ্যাক্ট অব হিট অন হেলথ অ্যান্ড দ্য ইকোনমি অব বাংলাদেশ' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকার সামগ্রিক হিট ইনডেক্সের বৃদ্ধি এ সময়ে জাতীয় গড়ের চেয়ে সামান্য কম ছিল। এর কারণ আর্দ্রতা কিছুটা কম থাকা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকার পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে।

২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকার তাপমাত্রা প্রতিবছর গড়ে ০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা তাপ বৃদ্ধিতে জাতীয় প্রবণতা ০ দশমিক ২ ডিগ্রির তুলনায় বেশি।

রাজধানীতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে গবেষকেরা 'আরবান হিট আইল্যান্ড' (ইউএইচআই) প্রভাবকে চিহ্নিত করেছেন। এর ফলে কংক্রিটঘেরা উন্নয়ন, বাতাস চলাচলে বাধা, যানবাহন ও শীতলীকরণ যন্ত্রের অপচয়কৃত তাপ এবং প্রাকৃতিক শীতলীকরণ উৎস হারিয়ে ফেলা শহরকে আশপাশের এলাকার চেয়ে বেশি উষ্ণ করছে। বৈশ্বিক প্রবণতার সঙ্গে মিল রেখে জুলাই মাস ঢাকার সবচেয়ে উষ্ণ মাস হিসেবে রেকর্ড হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গরমের সূচক বা হিট ইনডেক্সে তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাব একসঙ্গে প্রকাশ পায়। উচ্চ আর্দ্রতায় ঘামের বাষ্পীভবন ধীর হয়ে শরীরে তাপজনিত অস্বস্তি বাড়ে। এতে স্বাস্থ্যের ঝুঁকি যেমন বাড়ে, তেমনি কমে উৎপাদনশীলতাও।

ইনফোগ্রাফ: টিবিএস

অন্য এক গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইউএইচআই প্রভাবের পেছনে রয়েছে—প্রাকৃতিকভাবে শীতল রাখে এমন গাছপালা ও জলাশয়ের কমে যাওয়া, তাপ শোষণ ও ধরে রাখে এমন নির্মাণসামগ্রীর ব্যবহার বৃদ্ধি, ঘনবসতিপূর্ণ অবকাঠামোয় বাতাস চলাচলের বাধা, এবং যানবাহন ও শীতলীকরণ যন্ত্র থেকে নির্গত অপচয়কৃত তাপ।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় সুস্থ সবুজ উদ্ভিদের পরিমাণ ১৯৮৯ সালে ৫ হাজার ২০২ হেক্টর বা ১৭ শতাংশ থেকে ২০২০ সালে নেমে এসেছে মাত্র ৬১২ হেক্টর বা ২ শতাংশে। দ্রুত নগরায়ণের ফলে শহরের সবুজ এলাকা খণ্ডিত হয়ে কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৬০০ হেক্টরে, যা একই সময়ে ছিল ১২ হাজার ৭৪৫ হেক্টর। ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ঢাকার আয়তন বেড়েছে ১৯ শতাংশ। কিন্তু একই সময়ে শহরের জনসংখ্যা বেড়েছে প্রায় ৭৭ শতাংশ।


আরও পড়ুন: তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের ক্ষতি ১.৭৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংকের প্রতিবেদন


ইফফাত মাহমুদ, ওয়ামেক আজফার রাজা ও সায়েদ শাবাব ওয়াহিদের যৌথ রচিত প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার শহরগুলোতে তাপ ধারণ করে এমন নির্মাণসামগ্রীর কারণে ঘরের ভেতর রাতের বেলা তাপমাত্রা দিনের তুলনায় বেশি থাকে। বিশেষ করে টিনের ছাউনি দেওয়া ঘরে এ অবস্থা মানবস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।

প্রতিবেদনটি সতর্ক করে জানায়, ঢাকার হিট ইনডেক্স জাতীয় গড়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। এর প্রভাব স্বাস্থ্য ও অর্থনীতির ওপর গভীরভাবে পড়ছে। তবে এখনো সমাধানের পথ খোলা রয়েছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক বিভাগীয় পরিচালক জঁ পেসমে বলেছেন, 'সুখবর হলো—এটি করা সম্ভব। সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে আমরা তা দেখেছি।' তিনি মনে করেন, জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ সমন্বিত পদক্ষেপ নিতে পারে। বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগে তীব্র গরমের প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে, আর একই সঙ্গে দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধিও বজায় রাখা যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবন নকশায় ছাদ ও দেয়ালের উপকরণ, জানালার ধরন ও বাতাস চলাচলের ব্যবস্থা, ভেতর-বাইরের ছায়া ইত্যাদি বিষয় বিবেচনায় নিতে হবে। এতে ঘরের ভেতরে তাপ জমে থাকা রোধ করা যাবে।

এ ছাড়া স্থানীয় প্রয়োজন অনুযায়ী অঞ্চলভিত্তিক বা শহরভিত্তিক 'হিট অ্যাকশন প্ল্যান' প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে নিশ্চিত করা যাবে—শহরের স্থাপনা যেন তাপ বৃদ্ধিকারীর বদলে তাপ হ্রাসকারীর ভূমিকা রাখে।

Related Topics

টপ নিউজ

তাপমাত্রা বৃদ্ধি / উচ্চ তাপমাত্রা / ঢাকা / হিট ইনডেক্স / বিশ্বব্যাংক / প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শফিকুল আলম। ফাইল ছবি: সংগৃহীত
    বিটিএমএ সভাপতির ‘উন্মাদ’ মন্তব্যের পাল্টা জবাবে যা বললেন প্রেস সচিব
  • ছবি:  টিবিএস
    প্রেস সচিব উন্মাদের মতো কথা বলেন: বিটিএমএ সভাপতি
  • ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীর বাড্ডা থেকে ২ জনের অর্ধগলিত লাশ উদ্ধার, পুলিশের সন্দেহ হত্যাকাণ্ড
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সব আলোচনাই ব্যর্থ, আন্তর্জাতিক সালিশে আদানির মুখোমুখি হতে চলেছে বিপিডিবি
  • ফাইল ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন
  • চীনের জে-৩৬ যুদ্ধবিমানের পরীক্ষামূলক সংস্করণ বা প্রোটোটাইপ। ছবি: এশিয়া টাইমস
    জে-৩৬: যুক্তরাষ্ট্রের চেয়ে দ্রুত এগোচ্ছে চীনের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প

Related News

  • গণঅভ্যুত্থানের পর প্রথম বছরেই এফডিআইয়ে রেকর্ড ১৯.১৩% প্রবৃদ্ধি
  • এ বছর ঢাকায় ঝটিকা মিছিল থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার
  • ‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’ লিখে পোস্ট, কয়েক ঘণ্টা পর মৃত্যু; ঈশ্বরকাঠির মানুষ শোক সইবে কীভাবে?  
  • দেশে ৩১৪টি উপজেলাকে ‘সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা’ চিহ্নিত
  • দেশের মোট জিডিপির ৪৬% ঢাকাকেন্দ্রিক, ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: ডিসিসিআই

Most Read

1
শফিকুল আলম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিএমএ সভাপতির ‘উন্মাদ’ মন্তব্যের পাল্টা জবাবে যা বললেন প্রেস সচিব

2
ছবি:  টিবিএস
বাংলাদেশ

প্রেস সচিব উন্মাদের মতো কথা বলেন: বিটিএমএ সভাপতি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর বাড্ডা থেকে ২ জনের অর্ধগলিত লাশ উদ্ধার, পুলিশের সন্দেহ হত্যাকাণ্ড

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সব আলোচনাই ব্যর্থ, আন্তর্জাতিক সালিশে আদানির মুখোমুখি হতে চলেছে বিপিডিবি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন

6
চীনের জে-৩৬ যুদ্ধবিমানের পরীক্ষামূলক সংস্করণ বা প্রোটোটাইপ। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

জে-৩৬: যুক্তরাষ্ট্রের চেয়ে দ্রুত এগোচ্ছে চীনের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net