বান্দরবানে ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি’ বাতিলের দাবিতে ডাকা সোমবারের হরতাল স্থগিত

বান্দরবানে 'পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসনবিধি', 'রাজার সনদ ব্যবস্থা' বাতিলসহ ৮ দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) পূর্বনির্ধারিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বান্দরবান জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সোমবারের পূর্বঘোষিত হরতাল স্থগিত করা হয়েছে। তবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি সতর্ক করেন।
এর আগে, ৯ অক্টোবর বান্দরবানের একটি স্থানীয় হোটেলে সংবাদ সম্মেলন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ৮ দফা দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছিল।
৮ দফা দাবির মধ্যে রয়েছে:
১. ব্রিটিশ আমলে প্রণীত পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসনবিধি–১৯০০ (পার্বত্য রেগুলেশন অ্যাক্ট) বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসনব্যবস্থা চালু করা।
২. জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষাক্ষেত্রে রাজার সনদ ব্যবস্থা বাতিল করা।
৩. অন্যান্য জেলার মতো রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু করা।
৪. বাজার ফান্ড পুটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা।
৫. উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও ইন্ডাস্ট্রি স্থাপন করা।
৬. আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা।
৭. অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
৮. শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা।