অস্বচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়ার উদ্যোগ সরকারের

৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ ও অস্বচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় প্রবীণ, অস্বচ্ছল ও স্বল্প উপার্জনক্ষম সাংবাদিকদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
প্রবীণ সাংবাদিকদের জন্য এই ভাতা চালুর লক্ষ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। খসড়ায় মাসে ১৫ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হলেও মন্ত্রণালয় তা কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। খসড়া নীতিমালা চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রবীণ অস্বচ্ছল সাংবাদিকদের সম্মানী হিসেবে মাসে ১৫ হাজার টাকা ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। তবে মন্ত্রণালয় এটি ১০ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দিয়েছে। খসড়া নীতিমালা চূড়ান্ত করতে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা হবে।'
তিনি আরও বলেন, 'শুরুতে দেশের বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের এই ভাতার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে এর পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানো হবে।'
এই সুবিধা পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স ৬৫ বছরের বেশি হতে হবে এবং অন্তত ২৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার প্রমাণপত্র দিতে হবে। কোনো প্রবীণ সাংবাদিকের মৃত্যু হলে তাঁর নমিনির অনুকূলে এককালীন চার মাসের ভাতা প্রদান করে এ সুবিধা শেষ হবে।