এনবিআর সংস্কার কমিটি বাতিলের পর এবার গঠন হলো ‘কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি বাতিলের এক সপ্তাহ পর নতুন করে গঠিত হলো 'কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স'।
সোমবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত আদেশ জারি করে। ৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাহিদি সাত্তারকে।
আদেশে বলা হয়েছে, জিডিপিতে করের অবদান (ট্যাক্স–জিডিপি অনুপাত) কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অভ্যন্তরীণ-বৈদেশিক বাণিজ্য সহায়ক করনীতি প্রণয়ন এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে সুপারিশ করবে কমিটি।
কমিটিতে অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ী ও হিসাববিদ সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
আগামী ৩১ জানুয়ারির মধ্যে টাস্কফোর্সটি অর্থ উপদেষ্টার কাছে সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর আকস্মিকভাবে এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়, যা সংশ্লিষ্ট মহলে বিস্ময়ের সৃষ্টি করে।