রমনা পার্কে ‘হাঁটতে এসে’ পানিতে পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

রাজধানীর রমনা পার্কের লেকের পানিতে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে ব্যায়াম শেষে লেকে হাত ধুতে গিয়ে তিনি পা পিছলে পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। মৃতের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।
পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার সদস্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ওই ব্যক্তি প্রায়ই রমনা পার্কে ব্যায়াম করতে আসতেন। শুক্রবার সকালে ব্যায়াম শেষে তিনি সম্ভবত লেকের পানিতে হাত-মুখ ধুতে যান।
নিরাপত্তার দায়িত্বে থাকা ওই আনসার কর্মী বলেন, 'আনুমানিক ৫৫-৬০ বছর বয়সি এই ব্যক্তি প্রায়ই রমনা পার্কে হাঁটতে আসেন। আমরা ধারণা করছি, ব্যায়াম করা শেষে উনি পানিতে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে গেছেন।'
ওই আনসার কর্মী আরও বলেন, 'তিনি পানিতে পড়ে ছিলেন। রমনা পার্কে ছবি তোলেন, এমন কয়েকজন ফটোগ্রাফার তাকে পানি থেকে তোলেন।'
সর্বশেষ বেলা ১টা পর্যন্ত ওই ব্যক্তির মরদেহ রমনা পার্কের লেকের পাশেই রাখা ছিল। তার পরিচয় শনাক্ত করা যায়নি। তখন পর্যন্ত স্বজনদেরও খোঁজ পাওয়া যায়নি।