জাকসু নির্বাচন: পোলিং অফিসারের মৃত্যু; ভোট গণনা কক্ষে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনাকালে মৃত্যুবরণ করেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (৩১)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সিনেট ভবনের তৃতীয় তলায় গণনা কক্ষে হঠাৎ পড়ে গেলে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হল সংসদের ভোটে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, শুক্রবার ভোট গণনা করতে আসার পর সকাল পৌনে ৯টার দিকে জাকসু নির্বাচন অফিসে বসে কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এ সময় সহকর্মীরা স্ট্রেচারে করে তিনতলা থেকে নিচ তলায় নামিয়ে আনেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীদের বক্তব্য
নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, 'রাতে সবাই ক্লান্ত ছিল, তাই গণনা শেষ হয়নি। জান্নাতুল সকালে অন্যান্য পোলিং অফিসারদের সঙ্গে কাজ করতে এসে দরজার সামনেই পড়ে যান। তার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে মর্মাহত।'
ঘটনার পরপরই গণনা কক্ষে উপস্থিত পোলিং অফিসারদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
সেখানে উপস্থিত এক শিক্ষিকা বলেন, 'তিনি খুবই কর্মঠ ও বিনয়ী মানুষ ছিলেন। হঠাৎ এমন মৃত্যু মানা যায় না।'
ভোট গণনার কক্ষে শোকাচ্ছন্ন পরিবেশের মধ্যেই নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম (স্নিগ্ধা) মাইকে বলেন, 'এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, ওনার (জান্নাতুল) জন্য দোয়া করবেন। আমরা এক দুঃখজনক পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু কাজটি আমাদের শেষ করতেই হবে। প্রীতিলতা হলের ভোট গণনার কাজটি দ্রুত শেষ করার ব্যবস্থা নিচ্ছি।'