রাতের মধ্যেই চাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ হবে: চবি উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ফলাফল রাতের মধ্যে প্রকাশ হবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে রাত ৮টার মধ্যে ভোটাধিকার প্রয়োগের হার জানাতে পারেনি নির্বাচন কমিশন।
বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে মুঠোফোনে বলেন, 'নির্বাচনের ভোট গণনার কাজ চলছে। প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হচ্ছে। আমরা আশা করছি, কিছুক্ষণ পর থেকে কেন্দ্র থেকে আবাসিক হলের ফলাফল প্রকাশ করা হবে। আর রাতের মধ্যেই কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশের বিষয়ে আমরা আশাবাদী।'
এর আগে সকাল সাড়ে ৯টায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টার পর পর্যন্ত ভোটার লাইনে থাকা সাপেক্ষে ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় ভোট গণনার কাজ শুরু হয়।