রাজশাহী-ঢাকা রুটের বাস মালিক পক্ষ ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকরা কাজে যোগ দেননি

তিন দিন বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটের বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকরা কাজে যোগ দেননি বলে জানা গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোনো বাস নগরীর শিরোইল বাস টার্মিনাল ছেড়ে যায়নি।
বাস শ্রমিকরা বলছেন, বৈঠকে তাদের দাবির বাস্তবায়ন করা হয়নি।
এর আগে সোমবার বিকেল ৩টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছিলেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাত থেকে মালিকপক্ষ হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর থেকে ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী জনপ্রিয় পরিবহন যেমন দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও হানিফ কেটিসি বাস চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময়ে শুধু একতা ট্রান্সপোর্ট ও কয়েকটি লোকাল বাস সীমিত আকারে চলাচল করছিল।
এর আগে ৮ ও ৯ সেপ্টেম্বর বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের আশ্বাসে তারা কাজে ফেরেন। তবে দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর আবারও কর্মবিরতির ডাক দেন তারা।