অবরোধ প্রত্যাহার, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে স্থানীয়দের আড়াই ঘণ্টা রেলপথ অবরোধের পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কারের দাবিতে রেললাইনের দু'পাশে লাল নিশানা টানিয়ে অবরোধ শুরু করেন স্থানীয়রা। এতে ঢাকাগামী বনলতা, সিল্কসিটি, মধুমতি এক্সপ্রেস এবং খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফিরতে যাওয়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আন্দোলনকারীরা জানান, ১৯২৯ সালে স্থাপিত নন্দনগাছী রেলস্টেশনটি ২০১৫ সালে বন্ধ হয়ে যায়। বন্ধের আগে স্টেশনে ১২ জন কর্মী থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র একজন। এখন দিনে কেবল দুটি লোকাল ট্রেন চলাচল করে।
স্থানীয়দের দাবি, নন্দনগাছী স্টেশনে সিল্কসিটি, সাগরদাঁড়ি, বরেন্দ্র ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু করতে হবে এবং স্টেশনটি আধুনিকায়ন ও সংস্কার করতে হবে।
রেল বিভাগের সঙ্গে আলোচনার আশ্বাসে সকাল ৯টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে এ সময় অবরোধ প্রত্যাহার নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে।
এর আগেও একই দাবিতে গত ১ মে নন্দনগাছীতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তখন রেল বিভাগ ১ জুন থেকে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।