ফরিদপুরে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ, ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানীর

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের জনগণ আজ বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে। সকাল থেকে ঢাকা-বরিশাল এবং ঢাকা-খুলনা মহাসড়কে সামিয়ানা টাঙিয়ে ও গাছের গুঁড়ি ফেলে এবং রেললাইনের উপর গাছ ফেলে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় সকাল থেকেই সড়কে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। পরে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাস স্ট্যান্ড, নোয়াপাড়া বাস স্ট্যান্ড, ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়, আলগি ইউনিয়নের সুয়াদী সহ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। স্থানীয় জনগণ তাদের দাবি নিয়ে সড়কে অবস্থান নিয়েছে। এতে দক্ষিণবঙ্গের ২১ জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
অন্যদিকে ঢাকা-খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। সকাল সাতটা থেকে অবরোধ শুরু হয়। কৈডুবি রেল গেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে সাতটা থেকে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয় জনগণ। ফলে কোন ট্রেন যাতায়াত করেনি।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় সোয়া আটটায় পৌঁছানোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গা পৌঁছতে পারেনি। গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় অবস্থান করছে। পরে জাহানাবাদ এক্সপ্রেস গোপালগঞ্জের মোকসেদপুর স্টেশন থেকে পেছনে এসে কাশিয়ানী-মধুখালী, যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।
ভাঙ্গা রেল পুলিশের ইনচার্জ শাবুর হোসেন জানান, ঢাকাগামী জাহানাবাদ ট্রেন মুকসুদপুর আটকা পড়ে আছে। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীদের শান্ত না করা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবার সম্ভাবনা নেই।
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) সংসদীয় আসনে কেটে নেওয়ার প্রতিবাদে এবং ইউনিয়ন দুইটি পুনরায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার সঙ্গে সংযুক্তির দাবিতে গত শুক্রবার সকাল থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে স্থানীয় জনগণ সড়ক অবরোধ করে।
প্রশাসন তাদের দাবী পূরণ না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন অবরোধকারীরা।