জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।

ছবি: ফোকাস বাংলা
জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, রোববার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়।