জাতীয় নির্বাচন সবার সম্মিলিত দায়িত্ব, ইসির একার নয়: সিইসি

দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'জাতীয় নির্বাচন সবার সম্মিলিত দায়িত্ব। ইসির একার নয়। গণমাধ্যম, সুশীল সমাজসহ সবার অংশগ্রহণ জরুরি। আপনারা আমাদের দূত হয়ে কাজ করবেন। আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।'
রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপে শিক্ষাবিদ, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে সিইসি সতর্ক করে বলেন, 'প্রযুক্তি ব্যর্থ হতে পারে এবং সাইবার হামলার শঙ্কা রয়েছে। …হ্যাকিং হলে কী হবে, সেটা আমাদের ভেবে রাখতে হবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই নিরাপদ নয়, সেখানে পোস্টাল ব্যালট কতটা সুরক্ষিত, সেটাও বিবেচনা করতে হবে।'
তিনি আরও বলেন, আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ভবিষ্যতে বিতর্ক তৈরি করতে পারে এবং এ নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে। এ বিষয়ে কনসালট্যান্টদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে।
যারা জাতীয় নির্বাচন নস্যাৎ করতে চায়, তারা সর্বশক্তি প্রয়োগ করবে জানিয়ে সিইসি বলেন, 'আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে'।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সিইসি বলেন, অক্টোবরে রাজনৈতিক দল, নারী নেত্রী, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি। এ সময় ইসির দরজা সব সময় খোলা এবং যেকোনো পরামর্শ গ্রহণ করা হবে বলেও জানান সিইসি।