বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: চীনা প্রতিনিধিদলকে জামায়াত আমির

চীনের পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্সের (সিপিআইএফএ) ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ান আজ (২৫ সেপ্টেম্বর) ঢাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল ও জামায়াত নেতাদের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং বাংলাদেশ-চীন বন্ধুত্ব নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশের বর্তমান নানা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। এসময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে 'এক প্রতিবেশী দেশের' হস্তক্ষেপকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার আরও জানান, বৈঠকে অন্য কোনো অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়নি।