সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ‘জাপানি হান্নান’ কারাগারে

রাজধানীর বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামীলীগের দক্ষিণখান থানার সক্রিয় কর্মী আমিনুল ইসলাম হান্নান ওরফে 'জাপানি হান্নানের' জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ।
আবেদনে বলা হয়, আসামিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তার ঘটনার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আসামি ঘটনার পূর্বে ঘটনাস্থলের আশে পাশে সহযোগীদের নিয়া ঘোরাফেরা করতে অনেকেই দেখেছেন। তাকে জিজ্ঞাসাবাদকালে মামলার ঘটনার বিষয়ে কিছু তথ্য প্রদান করে। আসামির কাছে থেকে প্রাপ্ত তথ্যাদি যাচাইবাছাই করা হচ্ছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। মামলায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।
এদিকে, আসামি পক্ষের আইনজীবী পীযুষ কান্তি রায় তার জামিন চেয়ে শুনানি করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন রোববার (২১ সেপ্টেম্বর) দক্ষিণখান থানাধীন আইনুছবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ এপ্রিল সকাল ৬টা ২০ মিনিটে বিমানবন্দর থানাধীন কসাইবাড়ী মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন আসামি মুখে মাস্ক পরে মিছিল করে। আসামিরা একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়ে সরকারবিরোধী স্লোগান প্রদান ও সমাবেশ আয়োজনের চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
ওই ঘটনায় ২৩ এপ্রিল বিমানবন্দর থানায় ৩৮ জনকে এজাহারনামীয় আসামি করে উক্ত থানার উপপরিদর্শক মো. নাহিদ হাসান সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।