জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের খবরটি গুজব: অমর্ত্য রায় জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে গুজব বলে জানিয়েছেন 'সম্প্রীতির ঐক্য' প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থিতা বাতিল হওয়া অমর্ত্য রায় জন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ''জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ গুজব। আমি এখনও কোনো রিট করিনি। প্রার্থিতা পুনর্বহালের জন্য রিট করার সব কাগজপত্র আমার কাছে রয়েছে। যদি করি, তবে সেটি হবে প্রার্থিতা পুনর্বহালের জন্য, নির্বাচন স্থগিত বা বানচালের জন্য নয়।''
সকালে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ভিপি পদের প্রার্থিতা থেকে বাদ পড়া অমর্ত্য রায় জন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন।
এ বিষয়ে 'সম্প্রীতির ঐক্য' প্যানেলের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভিপি প্রার্থী অমর্ত্য রায় জন নির্বাচন স্থগিত চেয়ে কোনো রিট করেননি। তাদের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বলা হয়, ''প্রার্থিতা পুনর্বহাল চেয়ে কিছুক্ষণের মধ্যেই রিট দাখিল করা হবে। রিট ফাইল হওয়ার পর অমর্ত্য রায় জনের আইনজীবী মানজুর আল মতিন হাইকোর্টে সাংবাদিকদের ব্রিফ করবেন।'
ভুল সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানিয়েছে 'সম্প্রীতির ঐক্য' প্যানেল।