ছিনতাইকারী সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক হত্যা, সিমেন্ট কারখানায় ভাঙচুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে সাজ্জাদ হোসেন (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত সাজ্জাদ হোসেন একই এলাকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন মানসিক ভারসাম্যহীন। তিনি এলাকায় ভবঘুরের মত ঘুরে বেড়াতেন। শনিবার রাতে আইলাপাড়ার কাটপট্টি এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির সামনে থাকা একটি গাড়িতে ঢিল ছুড়ে কাঁচ ভেঙ্গে ফেলেন। পরে তাকে আটক করে মারধর করেন ফ্যাক্টরির কর্মকর্তা-কর্মচারীরা। অতিরিক্ত মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই সাজ্জাদের মৃত্যু হয়।
সাজ্জাদ হত্যার খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ স্বজন ও বাসিন্দারা ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে তাদের ওপরেও ঢিল ছোড়া হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, "ঘটনাস্থল থেকে আমরা ১০ জনকে আটক করেছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।"