প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর অফিসে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিষ্ঠানটির আনুমানিক ৩২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর সময় পুলিশের দেওয়া প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়।
এ ঘটনায় করা মামলায় ১৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে তেজগাঁও থানা পুলিশ।
তেঁজগাও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, আসামিদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে প্রথম আলো ভবনে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩২ কোটি টাকা। যাচাই বাছাই শেষে ক্ষয়ক্ষতির পরিমাণের হিসাব আরও বৃদ্ধি পেতে পারে।
এই ঘটনায় সোমবার তেজগাঁও থানায় বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন ধারায় মামলা করেন প্রথম আলোর হেড অব সিকিউরিটি মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির।
আসামি পাঠানোর প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৮ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে প্রায় ২০/৩০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠিসোটা, দাহ্য পদার্থসহ সজ্জিত হয়ে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলার চেষ্টা করলে, দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেয়। পুলিশের বাধার মুখে ব্যর্থ হয়ে তারা জনরোষ ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে বেআইনিভাবে সমবেত হয়ে প্রথম আলোর বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দিতে থাকে। তখন সমাবেশে উপস্থিত কতিপয় আসামি বিভিন্ন স্থানে ফোন করে অজ্ঞাতনামা আরও সন্ত্রাসীদের ঘটনাস্থলে উপস্থিত হতে বলে।
বলা হয়, সন্ত্রাসীরা প্রথম আলোর কার্যালয়ের ভেতরে অবস্থানরত কর্মীদের মারধর করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুণ্ঠন করে। আসামিরা ভবনের সামনের কাচ ভেঙে সোফা, টেবিল ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র, সরঞ্জাম ও নথিপত্র অনিষ্ট সাধন করে নিচে ফেলে দেয় এবং সেগুলো একটি জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী আসামিরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে প্রথম আলো পত্রিকার প্রকাশনাকে তাদের কাজ করতে বাধা দেয়।
আরও বলা হয়, সন্ত্রাসীরা স্বাধীন সাংবাদিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্রের আইনি কাঠামোর ওপর সরাসরি আঘাত করার উদ্দেশ্যে ভবনের বিভিন্ন তলায় রাখা দেড় শতাধিক কম্পিউটার ও ল্যাপটপসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যার আনুমানিক মূল্য অনুমান এক কোটি ৭৫ লাখ টাকা, বিভিন্ন তলায় থাকা একাধিক লকারে রক্ষিত প্রতিষ্ঠানের আনুমানিক ৭৫ লাখ টাকা টাকা এবং ভবনের নিচতলায় অবস্থিত প্রথমা প্রকাশনের নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে বইপত্র লুট করে নিয়ে যায়।
তারপর সন্ত্রাসীরা ভবনের বিভিন্ন তলায় অবস্থান করা প্রথম আলো পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মীদের অগ্নিদগ্ধ করে হত্যা ও ভবন ধ্বংস করার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে। আসামিদের দেওয়া আগুনে প্রতিষ্ঠানের সার্ভার, হিসাব বিভাগে রক্ষিত চেক, যাবতীয় নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস, হিসাব বিভাগে রক্ষিত কোম্পানির যাবতীয় স্থায়ী সম্পদ, বিমা সম্পর্কিত যাবতীয় দলিলাদি, জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যক্ষ ও পরোক্ষ কর সম্পর্কিত যাবতীয় নথি, অ্যাকনলেজমেন্ট স্লিপ, মূল অথবা সত্যায়িত দলিল ও চুক্তিপত্র, রিটার্ন, বিধিবদ্ধ বাধ্যবাধকতার প্রয়োজনে রক্ষিত যাবতীয় দলিল, ইন্সট্রুমেন্টস, ব্যাবসায়িক বাধ্যবাধকতা সম্পর্কিত যাবতীয় দলিল, আর্কাইভস, উপাত্ত ও নথিপত্র, কর্মীদের ডেস্কে রক্ষিত তাদের ব্যক্তিগত সরঞ্জামাদি পুড়ে যায়।
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী আসামীরা হামলার ঘটনার সাক্ষ্যসামান নষ্ট করার উদ্দেশ্যে একাধিক সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা ও এনডিআর ভেঙে ফেলে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
