জাকসু নির্বাচন: সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল 'সম্প্রীতির ঐক্য'-এর সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্যানেলটি।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলকে অন্যায্য ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করা হয়।
লিখিত বক্তব্যে সাধারণ পদপ্রার্থী শরণ এহসান ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী নুর এ তামীম স্রোত অভিযোগ করে বলেন, 'নির্বাচন শুরুর মাত্র চারদিন আগে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা সম্পূর্ণ অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত। বহিষ্কারাদেশ সংক্রান্ত যেসব কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বহুদিন আগেই আদালত ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা সমাধান হওয়া বিষয়।'
তারা আরও বলেন, 'ভোটার তালিকা থেকে অমর্ত্য রায়ের নাম হঠাৎ করে সরিয়ে ফেলা হয়েছে এবং ওয়েবসাইটে তালিকা পাল্টে দেওয়া হয়েছে কোনো সংশোধনী উল্লেখ না করেই। বর্তমান নির্বাচন কমিশনের কয়েকজন সদস্য ও উপ-উপাচার্য অতীতে অমর্ত্য রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, যা এই সিদ্ধান্তে স্বার্থসংঘর্ষ ও পক্ষপাতের ইঙ্গিত দেয়।'
প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এটি জাকসু নির্বাচন বানচালের পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ বলেও দাবি করা হয়। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আচার্যের হস্তক্ষেপ কামনা করেছে তারা।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভার সিদ্ধান্তের বিষয়ে রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, 'একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে গত ৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অমর্ত্য রায় জনকে বিশেষ বিবেচনায় স্নাতকের ৪০৮ নম্বর কোর্সে পরীক্ষার অনুমোদন দেওয়া হয়। মিটিংয়ের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ায় তার নিয়মিত ছাত্রত্ব না থাকার বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে।'
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ বলেন, 'অমর্ত্য ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী হিসেবে ২০২১ সালে স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নিয়ে ৪০৭ ও ৪০৮ নম্বর কোর্সে অকৃতকার্য হন। আগের অর্ডিন্যান্স অনুযায়ী (২০১৯-২০ অর্ডিন্যান্স কার্যকর হওয়ার আগে) তিনি শুধুমাত্র একবার মানোন্নয়ন পরীক্ষার সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু অসর্তকতার কারণে তিনি দুইবার সুযোগ পেয়েও একটি কোর্সে উত্তীর্ণ হতে পারেননি।'
তিনি আরও জানান, কিছুদিন আগে অমর্ত্য স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির আবেদন করলে খোঁজ নিয়ে দেখা যায় তিনি এখনো স্নাতক পর্যায়ে একটি কোর্সে অকৃতকার্য রয়েছেন। তাই তাকে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ না দিয়ে পুনরায় সেই কোর্সে পরীক্ষা দেওয়ার সুপারিশ করা হয়। যা একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, 'সম্প্রীতির ঐক্য' প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাকে ভোটার তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়নি।