র্যাগিং ও মাদকের বিরুদ্ধে কঠোর সতর্কতা জাবি প্রশাসনের, জড়িতদের জন্য শাস্তির ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন র্যাগিং ও মাদক সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ফেসবুক পেইজে এমন সতর্কতা জারি করে দুটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
২০১৮ সালের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশের ৫(৬) ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ বা ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের টিজ, র্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ এবং অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার।
অন্যদিকে, একই অধ্যাদেশের ৫(দ) ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট বা আবাসিক হলে কোনো শিক্ষার্থী দেশি বা বিদেশি মাদকদ্রব্য- যেমন মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা বা এ ধরনের অন্য কোনো মাদকদ্রব্য পান, সেবন বা ব্যবসা করতে পারবে না।
মাদক সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ শাস্তি বহিষ্কার এবং আর্থিক জরিমানা অথবা উভয়টিই হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।