প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, তিনি আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে কানাডার উদ্দেশ্যে দেশত্যাগ করবেন এবং ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলমের সই করা অফিস আদেশে বলা হয়েছে, সিইসি সেখানে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন।
কানাডায় অবস্থানকালে তিনি ৫ থেকে ১২ সেপ্টেম্বর টরোন্টো ও অটোয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম দেখবেন। এরপর ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যানকুভারে অবস্থান করবেন।
বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা। এসব দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।