ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুলের রিমান্ড, শাকিল হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার ড. এনামুর

ঢাকার আশুলিয়ায় তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া, একই এলাকায় চাকরিজীবী শাকিল আনোয়ার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ড. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা কোর্ট পরিদর্শক হারুন অর রশিদ।
এর আগে, আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। শাওন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া আনিসুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আর শাকিল হত্যা মামলায় আশুলিয়া থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম এনামুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানিতে আসামিপক্ষ জামিন চেয়ে রিমান্ড বাতিলের আবেদন করে, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আনিসুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এনামুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন গ্রহণ করেন।
শাওন হত্যা মামলার এজাহার অনুযায়ী, তরকারি ব্যবসায়ী শাওন গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। আশুলিয়ার বাইপাইল মোড়ে আন্দোলনের সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই আশুলিয়া থানায় মামলা করেন। এতে নাম উল্লেখ করা হয়েছে ১৮ জনের এবং আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
অন্যদিকে, শাকিল হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বাইপাইল ওভারব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শাকিল আনোয়ার। ওই সময় আসামিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। পরে তার স্ত্রী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট সদরঘাট এলাকা থেকে পলায়নরত অবস্থায় আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন। আর চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে ড. এনামুর রহমানকে গ্রেপ্তার করে ডিএমপি। সেদিন আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনিও কারাগারে আটক রয়েছেন।