পর্নোগ্রাফির অভিযোগে বান্দরবান থেকে দম্পতি গ্রেপ্তার

অনলাইনে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানান, সোমবার (২০ অক্টোবর) ভোরে বান্দরবান শহরের মধ্যমপাড়া এলাকার একটি বাড়ি থেকে বৃষ্টি ও আজিম নামে পরিচিত ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেওয়া একজন পুলিশ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই কর্মকর্তা বলেন, 'সোমবার ভোর চারটার দিকে বান্দরবান শহরের মধ্যপাড়া এলাকার একটি আলিশান বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করি। গত ১০ অক্টোবর তারা বাসা পরিবর্তন করে নতুন এই বাসায় উঠেছিলেন।'
সম্প্রতি অনলাইন সংবাদ পোর্টাল দ্য ডিসেন্ট-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই যুগল আলোচনায় আসেন। ওই প্রতিবেদনে বর্ণনা করা হয়, কীভাবে তারা বৈশ্বিক অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। আরও অভিযোগ করা হয়, তারা টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই কাজে নতুন নির্মাতা নিয়োগের প্রচার চালাচ্ছিলেন।
তাদের কার্যক্রম কীভাবে তরুণ দর্শকদের আকৃষ্ট করছিল এবং দেশজুড়ে উদ্বেগ ও বিতর্কের জন্ম দিয়েছে, তা-ও তুলে ধরা হয় প্রতিবেদনে।
দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, এই যুগল ভিডিও ধারণ ও সম্পাদনা করে অ্যাডাল্ট ওয়েবসাইটে আপলোড করতেন। তাদের ভিডিওগুলো একাধিক আন্তর্জাতিক অ্যাডাল্ট ওয়েবসাইটে ব্যাপকভাবে প্রচারিত হয়। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোকে অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের কনটেন্ট প্রচারের জন্য ব্যবহার করতেন তারা।
উল্লেখ্য, বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি, বিতরণ বা সংরক্ষণ একটি ফৌজদারি অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।