ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিসি ক্যামেরার যন্ত্রাংশ চুরি, গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তার কাজে ব্যবহৃত ছয়টি পয়েন্টে সিসি ক্যামেরার যন্ত্রাংশ চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিরাজদীখান উপজেলার চালতিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইব্রাহীম ওরফে কুট্টি রাজা (৩০), মো. জনি শেখ (২৯), মো. শহিদ (৫০), মো. আব্দুস সালাম (৩৫) ও মো. মিলন শেখ (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তার জন্য শ্রীনগরের কেওয়াটখালী, পূর্ব কেওয়াটখালী, উমপাড়া, ষোলঘর বাসস্ট্যান্ড, চিত্রা ও বেজগাঁও- এই ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষায়িত সিসি ক্যামেরা পরিচালনার জন্য যন্ত্রাংশ স্থাপন করা হয়েছিল। চোরচক্র এসব স্থানে স্থাপিত লোহার খাঁচা ভেঙে ১৮টি ইউপিএস ও ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় গত বুধবার শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। শনিবার পুলিশ সুপার মো. শামসুল আলম সরকারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চোরাই মালামালসহ আসামিদের গ্রেপ্তার করে।