যাত্রাবাড়ীতে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে স্বর্ণের দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনায় প্রধান আসামি মো. রাসেল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আদর্শ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাসেল মিয়া চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চিরাইও গ্রামের বাসিন্দা সোহরাব মেম্বারের ছেলে।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল চুরির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ৫ অক্টোবর রাতে যাত্রাবাড়ী চৌরাস্তায় রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত 'লিলি গোল্ড হাউজ' নামে স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে। পাশের একটি বন্ধ দোকানের দেয়াল ভেঙে চোরেরা দোকানে প্রবেশ করে ১২৫ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পাশাপাশি দোকানের সিসিটিভি ক্যামেরার ডিভাইসটিও নিয়ে যায় তারা।
ঘটনার পরদিন দোকানমালিক জাবির হোসেন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছুদিন ধরে দোকানের আশপাশে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের মধ্যে একজনকে শনাক্ত করার কথাও তিনি জানিয়েছেন।