হাদি হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর শুক্রবারের বন্দুক হামলার ঘটনায় প্রধান অভিযুক্তের এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. কবির। তিনি হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদমাধ্যমকে জানানো হবে।
এদিকে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে অভিযুক্ত ফয়সালের বাসায় র্যাব কোনো অভিযান চালাচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে র্যাব-২-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম বলেন, তাদের একটি দল বর্তমানে অভিযানে রয়েছে। তবে অভিযানের স্থান বা বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। অভিযান শেষ হলে এ বিষয়ে জানানো হবে।
