শিশু অপহরণকারী সন্দেহে আটক, পুলিশে দেওয়ার পর জানা গেল তিনি ‘শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ’
সিলেট গোয়াইনঘাটে শিশু অপরহারণকারী সন্দেহে এক যুবককে আটক করে জনতা। পরে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে 'শুটার রিয়াজ'।
আজ বুধবার বিকেল ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার আলীরগাও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে এলাকাবাসী রিয়াজকে আটক করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
পুলিশ জানায়, রিয়াজের বিরুদ্ধে হত্যা মামলাসহ ২০টি মামলা রয়েছে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী। রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে র্যাব-৩ এর সদস্যরা ২০২২ সালে আটক করেছিল। সে সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র, একটি মোটর সাইকেল এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা করা হয়েছিল।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে রিয়াজের বিরুদ্ধে ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে। তিনি দুর্ধর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে। তিনি গোয়াইনঘাটে পুলিশের একটি তল্লাশিচৌকি থেকে ফাঁকি দিয়ে প্রাইভেট কার নিয়ে পালিয়েছিলেন।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
