ঘনকুয়াশায় নারায়ণগঞ্জে নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিহত ২
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি।
শুক্রবার ভোর ৬টার দিকে ঘনকুয়াশায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডটি তলিয়ে গেলে ভেতরে ঘুমিয়ে থাকা দুজন স্টাফ আটকা পড়েন। ঘটনার পর থেকে তাদের উদ্ধারে ১১ ঘণ্টা অভিযান চালায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বিকেল পৌনে ৫টায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পটুয়াখালী জেলার জহিরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠি জেলার মোহাম্মদ হাসান (২০)।
পুলিশ জানায়, সকালে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন ১৬ নামের লঞ্চ ডকইয়ার্ডের সামনে নোঙর করে রাখা বাল্কহেড এম বি কাসফা সাহানাকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। ভেতরে থাকা পাঁচজন স্টাফের মধ্যে তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও দুজন ভেতরে আটকা পড়েন। তাদের উদ্ধারে অভিযান চালায় কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল।
নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, ঘনকুয়াশায় ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। ধাক্কা দেওয়া লঞ্চটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, নিহতদের লাশ বাল্কহেডের ভেতর থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
