নুরের ওপর হামলা: পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।
নুরের ওপর হামলার ঘটনায় সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল থেকে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গতকাল রাতে এই কর্মসূচির ঘোষণা দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বিক্ষোভকালে গণঅধিকারের নেতাকর্মীরা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, এবং রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেন। এছাড়া তারা একটি সড়কও অবরোধ করেন।
পুরানা পল্টন মোড়ে ২ নং গেইট অবস্থান নেন বিক্ষোভকারীরা, এতে রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গতকাল রাতে, গণঅধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে পুলিশ ও সেনাসদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এসময় নুর গুরুতর আহত হন।
পরে রাতে নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাত ১২টার দিকে নুরকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
