জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে নেওয়া উচিত: নুরুল হক নুর
গণভোট ও জাতীয় নির্বাচন আলাদাভাবে আয়োজনের কোনো বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, 'জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে নেওয়া উচিত।'
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে গণঅধিকার পরিষদের সাত সদস্যের প্রতিনিধি দল। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
বৈঠকে গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি পেশ করেছে বলে জানান নুরুল হক নুর। এর মধ্যে অন্যতম দাবি হলো- বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়ে বিধান প্রণয়ন করা।
দলটি আরও দাবি জানিয়েছে, ব্যয়বহুল হলেও প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। নুরুল হক নুর বলেন, 'সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ দেওয়া যাবে না। নির্বাচনের সংলাপে ফ্যাসিবাদের দোষরদের রাখা যাবে না।'
তিনি আরও বলেন, 'জোটভুক্ত হলে দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে- এমন বিধানকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি।'
