রাস উৎসব চলাকালে হরিণ শিকারের চেষ্টা, বন কর্মকর্তার ওপর হামলা; ফাঁদ ও ট্রলার জব্দ, আটক ৩২
সুন্দরবনের দুবলারচরে তিন দিনব্যাপী রাস উৎসবের মধ্যে হরিণ শিকারের চেষ্টা এবং বন কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। উৎসবের প্রথম দিন, ৩ নভেম্বর দুপুরে হরিণ শিকারের ফাঁদ পাতার সময় একজন শিকারিকে আটক করে বনরক্ষীরা। এসময় আটক শিকারির সঙ্গে থাকা অন্যরা বন কর্মকর্তাদের উপর হামলা চালায়, এতে সহকারি বন সংরক্ষক (এসএফসি) রানা দেব আহত হন।
পরবর্তী আইনগত প্রক্রিয়ায় রাফি হাসান (২৬), শহিদ মল্লিক (২৮) ও আল আমিন আকুঞ্জি (২৭) নামের তিন শিকারিকে আটক করে আদালতে পাঠানো হয়। তিন দিনের মধ্যে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৩২ জন হরিণ শিকারিকে আটক করেছেন। এছাড়া হরিণ শিকারের কাজে ব্যবহৃত দুটি ট্রলার ও বিপুল পরিমাণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বন বিভাগ, পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও কিছু মুসলিম ধর্মাবলম্বী ছদ্মবেশে বনে প্রবেশ করেছেন। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার জন্য আগেই পুণ্যার্থীদের সচেতন করা হলেও বিপুল পরিমাণ পলিথিন ব্যবহার করা হয়েছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। ভবিষ্যতে এ ধরনের পলিথিন ব্যবহারের ওপর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাস উৎসবের সময় সমুদ্র সৈকতে ভক্তবৃন্দ পুণ্য স্নান ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করেছেন। বনবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর একযোগিতায় এবারের উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
