জাকসু নির্বাচন: বাধ্যতামূলক ডোপ টেস্ট নিশ্চিতের দাবিতে অনশনে ভিপিপ্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট নিশ্চিত করার দাবিতে অনশন শুরু করেছেন ভিপিপ্রার্থী রাব্বি হাসান।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টা থেকে নির্বাচন কমিশন অফিসের সামনে তিনি অনশন শুরু করেন।
রাব্বি হাসান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জাকসুর ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী।
রাব্বি হোসেন বলেন, 'প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকলেও প্রশাসন এখন পর্যন্ত তা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। অথচ এটি কেবল শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণ নয়, বরং জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতিমুক্ত রাখার মৌলিক শর্ত।'
তিনি আরও বলেন, 'আমার একটাই দাবি— অবিলম্বে সব প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্ট নিশ্চিত করতে হবে এবং তা স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে।'
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, 'ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কমিশনের নেই। আমরা শুধু নির্বাচনের সার্বিক তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকি। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।'