রাকসু নির্বাচন পেছালো, রাতে নতুন তফসিল ঘোষণা: প্রধান নির্বাচন কমিশনার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেই দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এছাড়াও প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমাও ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি জানান, শিক্ষার্থীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আজ দুপুরে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে, ভোটগ্রহণের তারিখ পেছানো, ভোটকেন্দ্র হল থেকে সরিয়ে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর করা, ছবিসহ ভোটার তালিকা তৈরি করা।
তিনি জানান, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল ২৬ আগস্ট। সেটি বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে। এছাড়া ডোপ টেস্টের সময় বাড়ানো হবে।
ড. এফ নজরুল বলেন, নির্বাচন কমিশনের বৈঠক এখনো চলছে। বৈঠক শেষে রাতে সম্পূর্ণ পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করা হবে।
কবে ভোটগ্রহণ হতে পারে সে বিষয়ে তিনি বলেন, 'একটা যৌক্তিক তারিখ পর্যন্ত ভোটগ্রহণের তারিখ পেছানো হবে।'
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর রাকসু নির্বাচন করতে গত ২৮ জুলাই তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের কথা ছিল।