ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা, টানা ছুটি চারদিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনের নির্ধারিত ছুটির সঙ্গে আগের দিন যুক্ত হওয়ায় এবং পরবর্তীতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শ্রমিকেরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আগে থেকেই সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত ছিল। তবে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ১১ ও ১২ ফেব্রুয়ারি (রবি ও সোমবার) সাধারণ ছুটি এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন বন্ধ থাকবে অফিস-আদালত।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের জন্য ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে শিল্প খাতের শ্রমিকেরা টানা তিন দিন (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) ছুটি পাবেন।'
