ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ছাত্রদলকে সতর্ক থাকার পরামর্শ বিএনপির, লন্ডন থেকে নজর রাখছেন তারেক রহমান

জাতীয় নির্বাচনের আগে রেখে আসন্ন ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন, প্রয়োজনে দিকনির্দেশনা ও পরামর্শও দিচ্ছেন।
দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ছাত্র সংসদ নির্বাচনকে ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ রাখা, 'অপরাজনীতি'র বিরুদ্ধে সতর্ক থাকা ও দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ছাত্রদলকে পরামর্শ দিয়েছে বিএনপি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টিবিএসকে বলেন, 'সব ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ ও প্রতিযোগিতা করছে। ছাত্রদল একটি ছাত্রসংগঠন। তাদের যে কাজ করা দরকার, সেই কাজ তারা করবে। এখানে বিএনপির কিছু করার নাই। ছাত্রদল যদি পরামর্শ চায়, তখন আমরা দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী শক্তির একটা অসাধারণ সমর্থন রয়েছে। সেখানে ছাত্রদলের প্যানেল ভালো ফল পাবে বলে আমি বিশ্বাস করি।'
বিএনপি সূত্র জানায়, ছাত্র সংসদ নির্বাচনকে কঠোরভাবে ক্যাম্পাসের মধ্যে রাখার পরামর্শ দিয়েছে দলটি। কোনোভাবেই যেন ক্যাম্পাসের বাইরে চলে না যায়, সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়েছে। প্রচারণায় শুধু বর্তমান শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বলা হয়েছে। ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ও বহিরাগত কাউকে কোনোভাবেই এর সঙ্গে যুক্ত না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
যেকোনো বিষয়ে ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সমাধান করতে বলা হয়েছে ছাত্রদলকে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের কাজে যুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেছে বিএনপির হাইকমান্ড।
সূত্রগুলো আরও জানায়, বিএনপি মনে করে এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনগুলোর আচরণ ও কর্মকাণ্ড সাধারণ মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করবে। তাই ছাত্রদলের কোনো কর্মকাণ্ড যেন বিএনপির ইতিবাচক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ না করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির টিবিএসকে বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভোটে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান। ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন শুরু হচ্ছে।'
তিনি আরও বলেন, 'গত ১৭ বছর ধরে শুধু জাতীয় নির্বাচনই নয়, ছাত্র সংসদ নির্বাচনেও কারচুপি হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা আবারও গণতান্ত্রিক কাঠামোতে প্রবেশ করছি। এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।'
গত ২০ আগস্ট ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেন। তবে সংগঠনটি এখনও জাকসু ও রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেনি। জাকসুর জন্য প্যানেল গঠনের কাজ চলছে। অন্যদিকে, রাকসু নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনের কাছে আরও দুই মাস সময় চেয়েছে সংগঠনটি।