জজ কোর্টে নামঞ্জুরের পরও আসামিকে জামিন; ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারককে শোকজ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন নামঞ্জুরের পরেও ডাকাতি ও বিস্ফোরক মামলার আসামি মো. নাজমুলকে জামিন দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে শোকজ করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
একইসঙ্গে এ ধরনের শৃঙ্খলা পরিপন্থি কাজের কারণে কেন আইনগত কার্যধারা গ্রহণ করা হবে না তা নিয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কর্মরত থেকে গত ১ জুলাই কদমতলী থানার ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৫ ধারার মামলার হাজতী আসামি মো. নাজমুলকে জামিনে মুক্তির আদেশ দেন।
এই আসামির পক্ষে গত ১৭ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার জামিন নামঞ্জুর করা হয়। মহানগর দায়রা জজ কর্তৃক জামিন নামঞ্জুর হওয়া সত্বেও স্পর্শকাতর ডাকাতি ও বিস্ফোরক মামলার হাজতী আসামি মো. নাজমুলকে মাত্র ১৫ দিনের মধ্যে জামিনে মুক্তির আদেশ দিয়ে বিচার বিভাগীয় নৈরাজ্যের জন্ম দিয়েছেন।
মহানগর দায়রা আদালত জামিন নামঞ্জুর করার কয়েক দিনের মাথায় একই আসামির জামিন দেওয়া বিচারিক শৃঙ্খলার পরিপন্থি বলে নোটিশে উল্লেখ করা হয়।