রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক এফ নজরুল ইসলামকে (পদার্থবিজ্ঞান বিভাগ) নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসক (জনসংযোগ দপ্তর) অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিত এ তথ্য জানানো হয়।
অধ্যাপক এফ নজরুল ইসলাম আগে থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিত।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের কারণে শূন্য নির্বাচন কমিশনার পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এসব নিয়োগ প্রদান করেন।
প্রসঙ্গত, অধ্যাপক মো. আমজাদ হোসেন পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়।