চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

চাঁদা দিতে রাজি না হওয়ায় চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার আমানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ওই ব্যবসায়ীকে ফোনে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে, চারজন মুখোশধারী যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজনই আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত ছিল। তাদের মধ্যে অন্তত দুজন' বারবার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কে আত্মগোপন করেন এবং পরিবারের সদস্যরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, 'চাঁদা দাবির বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। গুলি চালানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি এলাকায় চাঁদাবাজির হুমকি বেড়েছে।