‘পুলিশ কাঠামোগতভাবে কাজ না করলে সরকারও অনেক কিছু করতে পারে না’: শ্রম ও নৌ উপদেষ্টা

শ্রম ও নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ এখনও কাঠামোগতভাবে কাজ করছে না। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না।
রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছে আগের সরকার— আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, এমনকি সেনাবাহিনীও। প্রত্যেক জায়গায় ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল। রাষ্ট্রের কোথাও ফাঁকা জায়গা ছিল না। এরকম পরিস্থিতিতে আপনি এক বছরে কতটা পরিবর্তন আনতে পারবেন?'
শ্রম উপদেষ্টা জানান, বর্তমান সরকার একটি নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে পরবর্তী সরকার কাজ এগিয়ে নিতে পারে। 'একটা চিঠি দিয়ে পেছনে লোক পাঠাই, গিয়ে বসে থাকো, কাজ শেষ হলে নিয়ে আসো— এভাবে কাজ করতে হচ্ছে,' বলেন তিনি।
বক্তব্যে তিনি শ্রম খাতের নানা সমস্যার কথাও তুলে ধরেন। সাখাওয়াত হোসেন বলেন, 'বিজিএমইএর সভাপতিকে এমপি হতে হবে— এমন পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) গিয়ে কথা বলতে পারেন না। লেবার সেক্টরে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রয়েছে।'
তিনি জানান, ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে এবং এগুলো বিক্রির চেষ্টা চলছে। কারণ শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ নেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন।
শ্রমিক অধিকার বিষয়ে তিনি বলেন, একসময় ৪২ জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, বর্তমানে একজন আছেন। নারী শ্রমিকদের বেতন-ভাতা ও অধিকার নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, নির্মাণ খাতের বড় বড় কোম্পানি শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে জানানো হয়েছে, নিবন্ধন না করলে সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, শিক্ষা খাতেও দলীয় বিভাজন সমস্যা তৈরি করছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে তিনি বলেন, 'শিক্ষকদের মধ্যে দলাদলি বন্ধ করুন এবং কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কমিয়ে আনুন।'
সাখাওয়াত হোসেন মনে করেন, উন্নয়ন শুধু মেট্রোরেল বা এক্সপ্রেসওয়েতে নয়, বরং যেখানে মানুষ বঞ্চিত, সেখানেই উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন, 'ব্যর্থতা থাকলে সেটা শুধু আমার নয়, জনগণেরও আছে। আপনারা সঠিক দায়িত্ব পালন করেননি।'