রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, 'নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টা চিঠি দেওয়ায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। বিএনপি নিরপেক্ষ ভোটের জন্য সকল ধরনের সহযোগিতা করবে।'
এনসিপি নেতাদের কক্সবাজার সফর প্রসঙ্গে তিনি বলেন, 'তারা যেকোনো জায়গায় যেতেই পারে। কিন্তু বিষয়টি নিয়ে লুকোচুরির কিছু নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভূমিকা রেখেছে, তাদের কাছ থেকে জনগণ কোনও ধরনের ষড়যন্ত্র বা গোপন আচরণ প্রত্যাশা করে না। সামনে জনগণ এমন একটি শাসনব্যবস্থা দেখতে চায়, যেখানে সরকারের প্রতিটি পদক্ষেপে জবাবদিহিতা থাকবে।'
তিনি আরও বলেন, জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, নিহত মাসুমা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে 'আমরা বিএনপি পরিবার'। একই সঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।