সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান লক্ষ্য জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

হাইলাইটস
- নির্বাচনে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েনের পরিকল্পনা, সেনা বাড়ানোর চিন্তা
- এক বছরে ৩১৫টি সিদ্ধান্ত, বাস্তবায়ন হয়েছে ২৪৭টি
- ১১টি সংস্কার কমিশনের ১২১ সুপারিশ বাস্তবায়নে কাজ চলছে
- মেহেরিন চৌধুরীর নামে শিক্ষক সম্মাননা অ্যাওয়ার্ড দেবে শিক্ষা মন্ত্রণালয়
- জুলাই আন্দোলনের শহীদদের পরিবারকে সহায়তায় নতুন বিধি আনছে সরকার
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আজ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এ পর্যায়ের প্রধান লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হলেও সংস্কার ও বিচার কার্যক্রমও চলমান থাকবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য উদ্ধৃত করে এসব কথা বলেন শফিকুল।
তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা আজকের বৈঠকের শুরুতেই জানিয়েছেন, আজ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। এ অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান।'
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট লাখ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আরও ৪০ থেকে ৫০ হাজার সদস্য মোতায়েন করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা চলছে। সেনাবাহিনীর ৬০ হাজার সদস্য মাঠে থাকবে বলে আগেই জানানো হয়েছে। তবে প্রয়োজনে সংখ্যাটি বাড়ানো হতে পারে।
প্রেস সেক্রেটারি জানান, নির্বাচন কমিশনও নিজস্ব প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করছে।
তিনি বলেন, আজকের বৈঠকে সরকারের এক বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন হয়েছে। গত বছরের ৮ আগস্ট থেকে এ বছরের ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের ৪১টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং ৩১৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ২৪৭টি বাস্তবায়িত হয়েছে, যা বাস্তবায়ন হার ৭৮.৪১ শতাংশ।
শফিকুল আলম আরও জানান, এই সময়ে ৫৬টি অধ্যাদেশ জারি হয়েছে। সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ১১টি সংস্কার কমিশনের প্রস্তাব থেকে আইন উপদেষ্টা ১২১টি সুপারিশ বাস্তবায়নের জন্য নির্বাচন করেছেন। এর মধ্যে ১৬টি বাস্তবায়িত, ৮৫টি বাস্তবায়নাধীন এবং ১০টি আংশিক বাস্তবায়িত হয়েছে। বাকি ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে 'ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি অব বাংলাদেশ' করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মাইলেস্টোন ইনস্টিটিউশনের দুই শিক্ষক এবং এক আয়া মৃত্যুবরণ করায় তাদের সম্মান জানাতে উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষিকা মেহেরিন চৌধুরীর নামে শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ অ্যাওয়ার্ড চালু করবে, যা সারাদেশের শিক্ষকদের মধ্যে প্রদান করা হবে।
জুলাই মাসের গণআন্দোলনে নিহত শহীদদের পরিবারকে সহায়তা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি নতুন বিধি প্রণয়নের কাজ শুরু করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকে আরও জানানো হয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে পাল্টা শিল্প শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে '৩৬ জুলাই'-এর সফল আয়োজনের জন্য উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
আগামী দিনে প্রতিমাসে একবার করে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানান প্রেস সেক্রেটারি।