রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি

রাজধানীর বিভিন্ন সড়কে আজ বুধবার (৬ আগস্ট) সকাল থেকে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
পুলিশ জানিয়েছে, আজকে নয়াপল্টনে বিএনপির সমাবেশ, একাধিক স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধসহ একাধিক কারণে যানজট দেখা দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সারওয়ার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বুধবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কাকরাইল এলাকায় জড়ো হতে থাকেন। সকালে গুলশানে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করে। এর অংশ হিসেবে তারা বাড্ডায় সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে বাড্ডা, বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা ও রামপুরা এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় তীব্র যানজট।'
তিনি আরও বলেন, 'র্যালির কারণে শান্তিনগর, পল্টন ও শাহবাগ এলাকায় তীব্র যানজট রয়েছে। অন্যদিকে শাহবাগেও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সব মিলিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।'
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আজ ঢাকায় 'বিজয় র্যালি' করছে বিএনপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে পল্টনসহ আশপাশের এলাকায় দুপুর থেকেই যানজট তৈরি হয়েছে।