গ্যাস সংকটে শনির আখড়ায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ
রাজধানীর শনির আখড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলা তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আজ দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
তবে বেলা ৩টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবাসিক বাসা-বাড়িতে দীর্ঘদিন যাবত গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। এরই জেরে আজ দুপুরে তারা রাস্তায় নেমে আসেন এবং শনির আখড়া পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
দুপুর ১২টা থেকে রাস্তা অবরোধ করে রাখায় মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
এই অবরোধের প্রভাবে পুরো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার অচল হয়ে পড়ে এবং যানজট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। দীর্ঘ সময় যানবাহনে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
পরবর্তীতে বেলা ৩টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর থেকে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
