বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে ঢাকার সাভারে স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিটের আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল থেকে রেডিও কলোনি পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলরত সাধারণ মানুষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত [বিকেল সাড়ে ৪টা] যানজট অব্যাহত রয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার তারাপুর মাঠে স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠন যৌথভাবে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
সভাস্থলে যোগ দিতে দুপুর আড়াইটার পর থেকে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে রওনা দিলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, যা বিকেল পর্যন্ত স্থায়ী ছিল।
সাভার পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বদির সঞ্চালনায় এবং পৌর বিএনপি সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন (বিল্টু)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।
যানজট পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের (উত্তর) পরিদর্শক (প্রশাসন) মো. গোলাম সারোয়ার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'আমি যতদূর দেখতে পাচ্ছি, জনসভার কারণে রেডিও কলোনি থেকে পাকিজা এলাকা পর্যন্ত ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। এখানে বেশ চাপ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে আমাদের অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।'
এদিকে সাভারের থানা স্ট্যান্ড এলাকায় দায়িত্বপালনরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, সমাবেশের কারণে সৃষ্ট এই যানজট ঢাকামুখী লেনের পাশাপাশি নবীনগরমুখী লেনেও পাকিজা এলাকা থেকে প্রায় উলাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
